বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নগরীর কে.বি কনভেনশন টার্ফ মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ‘সাদা ও হলুদ‘ নামে দুটি দল অংশ নেয়। এতে সাদা দল ১–০ গোলে হলুদ দলকে পরাজিত করে বিজয়ী হয়। প্রীতি ফুটবল ম্যাচ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদুল আলম, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান। খেলার উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ আলম খাঁন। খেলায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফিরোজ, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সাজ্জাদ,এস.এম নয়ন, নাঈমুল আলম খোকন, শাহাদাত হোসেন জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য পর্যায়ক্রমে নেজাম উদ্দিন রুবেল, ফয়সাল সিকদার সোহান, মোহাম্মদ সেলিম, মহিব্বুল হক আতিক, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ হারুন, জিসান আহমেদ, মহিউদ্দিন সাগর, আবদুল্লাহ আল নোমান জিহাদ, খালেদ বিন আবদুল্লাহ জিহান, কামরুল হাসান জুয়েল, ডেবিট, সাঈদ, এমরান, রিফাতুল ইসলাম, মুক্তাদির আসিফ, এহেসান, খোরশেদ, মিনহাজ, ফারুখ, তানজীমুল হক তামিম, মারুফ, সাঈদি, রাকিব শাহরিয়া, সাকিব, রাসেল, মহিউদ্দিন, শাকিল, ইমতিয়াজ প্রমুখ। ম্যাচ শেষ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।