চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক হাসান আল মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক তামিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। তিনি বলেন, গণতান্ত্রিক ছাত্রদল আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র এলডিপির সভাপতি এম এ জাফর, উদ্বোধক ছিলেন জেলা গণতান্ত্রিক ছাত্রদলের তাওহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এলডিপি পটিয়া উপজেলা সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, আবদুল কুদ্দুস চৌধুরী, গাজী আমির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির নতুন জেলা প্রশাসক ইফতেখারুল
পরবর্তী নিবন্ধচুয়েটে এক্টিভেশন প্রোগ্রাম অন ডিজিটাল স্কিল ট্রেইনিং