চট্টগ্রাম থেকে স্বেচ্ছাসেবক লীগে স্থান পেলেন ৬ জন

উপদেষ্টা সৈয়দ নূরুল ইসলাম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১০:১৯ পূর্বাহ্ণ

বহু জল্পনা কল্পনার পর অবশেষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার। গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে নির্মল রঞ্জন গুহ সভাপতি ও আফজালুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৫১ সদস্যের কমিটিতে উপদেষ্টামণ্ডলীর ১নং সদস্য নির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সদ্য বিদায়ী সহ-সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য সৈয়দ নুরুল ইসলাম। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের সিইও মিডিয়া ব্যক্তিত্ব নুরুল সংগঠনটির গত জাতীয় সম্মেলনে অর্থ উপ কমিটির আহ্বায়ক ছিলেন। এফবিসিসিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মালয়েশিয়া চেম্বার, সার্ক চেম্বার ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক। তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কমিটির অন্যতম সদস্য হিসেবে দলের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সৈয়দ নুরুল ইসলাম ছাড়াও চট্টগ্রাম থেকে আরো যারা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন তারা হলেন পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, পানি সম্পাদক সম্পাদক রাহুল বড়ুয়া, উপ পাট ও বস্ত্র সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, উপ প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, নির্বাহী সদস্য হিসেবে জাবেদুল আযম মাসুদ ও বোখারি আজম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে স্থান পেলেন দুজন
পরবর্তী নিবন্ধ৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা করে পরিপত্র