টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলা সাদ পন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহতের মামলায় নগরীর ডবলমুরিং এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম জিয়া বিন কাশেম। তিনি মামলার ৬ নম্বর আসামি এবং তবলিগ জামাতের সাদ পন্থী হিসেবে পরিচিত। আজ শনিবার ডবলমুরিং থানা পুলিশের সহায়তায় টঙ্গী থানা পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহম্মেদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টঙ্গী থানা পুলিশের টিম ডবলমুরিং এলাকা থেকে জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে।
তিনি তাবলীগ জামাতের সাদ পন্থী হিসেবে পরিচিত বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে টঙ্গী থানা পুলিশ তাকে টঙ্গীতে নিয়ে গেছে। অভিযানে মামলার তদন্ত কর্মকর্তা নিজে হাজির ছিলেন বলেও জানান ওসি।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয় এবং বহু হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমদের পক্ষে টঙ্গী থানায় ২৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।