চট্টগ্রাম থেকে দ্বিতীয় দিনের মতো গতকালও বিজিবি সদস্যদের পাহারায় দেশের বিভিন্ন গন্তব্যে তেলবাহী ট্রেন চলাচল করেছে। গতকাল শনিবার চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে একটি তেলের ট্রেন শ্রীমঙ্গল এবং একটি তেলবাহী ট্রেন রংপুর গেছে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটি তেলবাহী গাড়ি হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে, একটি দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রে গেছে বলে জানান চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান। তবে সিজিপিওয়াই থেকে কনটেইনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার ঘটনায় গত ১৯ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। প্রায় এক সপ্তাহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত ২৬ জুলাই বিজিবি পাহারায় দেশের বিভিন্ন গন্তব্যে তেলবাহী ট্রেন চলাচল শুরু করে। গতকাল শনিবারও দ্বিতীয় দিনের মত দেশের বিভিন্ন গন্তব্যে বিজিবি পাহারায় তেলবাহী ট্রেন গেছে। এই ব্যাপারে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান আজাদীকে বলেন, আজকেও (গতকাল শনিবার) চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৪টি তেলবাহী ট্রেন গেছে বিজিবি পাহারায়। তবে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড থেকে কনটেইনারবাহী কোন ট্রেন চলাচল করেনি।
সিজিপিওয়াই নগরীর বন্দর থানা এলাকায় অবস্থিত। যেখানে চট্টগ্রাম বন্দরে আসা রেলের পণ্য রাখা হয়। এখান থেকে চট্টগ্রাম বন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশনের ইংল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) পর্যন্ত কন্টেইনার ট্রেন চলাচল করে। এছাড়া এখান থেকে বিটিও (ট্যাংক ওয়াগন), এতে একটি লোকোশেড ও সিপিএ (ট্রানজিট) ইয়ার্ড রয়েছে। গত এক সপ্তাহ ধরে সিজিপিওয়াই থেকে কন্টেইনারবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।