চট্টগ্রাম থেকে বিএনপির লাখো নেতাকর্মী ঢাকায়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির চট্টগ্রাম বিভাগের কয়েক লক্ষ নেতাকর্মী ঢাকায় গেছেন। দলটির দায়িত্বশীল নেতাদের দাবি এই সংখ্যা সাত থেকে ১০ লক্ষ। এর মধ্যে চট্টগ্রাম জেলা থেকে গেছেন এক লক্ষ। বিএনপি নেতারা বলছেন, ১৭ বছর পর তারেক রহমান আজ দেশের মাটিতে পা রাখবেন। তার আগমনে তারা উচ্ছ্বসিত। দলের নেতাকে বরণ করতে তারা উদগ্রীব হয়ে আছেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নোতাদের সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, অন্তত চারপাঁচ দিন আগে থেকে ঢাকামুখী হয়েছেন নেতাকর্মীরা। সর্বশেষ গতকাল বুধবার দিবাগত রাতে ট্রেনে করে বিশাল বহর গেছে ঢাকায়। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ঢাকামুখী হয়েছেন সাধারণ লোকজনও।

জানা গেছে, ১৭ বছর সাড়ে তিন মাস পর আজ বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। আজ দুপুরে ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে দেওয়া হবে সংবর্ধনা। যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটবে বলে মনে করে বিএনপি। মূলত এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই চট্টগ্রামসহ সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন। তারেক রহমান কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়েন। ২০০৯ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া কারাবরণ করলে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করে বিএনপি। গত ১৭ বছর তারেক রহমান দেশে না থাকলেও নেতাকর্মীদের কাছাকাছি ছিলেন। অনলাইনে তার বক্তব্য শুনেছেন। এখন স্বচক্ষে দেখার অপেক্ষায় আছেন তারা।

জানা গেছে, ঢাকায় যওয়ার জন্য দলের পক্ষে থেকে ট্রেন বুকিং দেয়া হয়েছে। এছাড়া কয়েকশ বাস, হাইয়েস এর ব্যবস্থা করা হয়। নগরের প্রতিটি ওয়ার্ড থেকেও স্থানীয় নেতৃবৃন্দ গাড়ির ব্যবস্থা করেন। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষ থেকেও পরিবহন ব্যবস্থা করা হয়। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল আজাদীকে বলেন, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক জেলাগুলো থেকে ৭ থেকে ১০ লাখ যাবেন ঢাকায়। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলা থেকে লাখের উপর লোক যাবেন।

নগর যুবদল নেতা শাহেদ আকবর গত রাতে মোবাইল ফোনে আজাদীকে বলেন, মঙ্গলবার ঢাকায় আসছি। প্রিয় নেতা আসবেন আর আমরা চট্টগ্রামে বসে থাকবো তা হয় নাকি। আমাদের আবেগ তারেক রহমানকে স্বাগত জানাতে গ্রাম থেকে কয়েক লক্ষ লোক ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছে গেছেন।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু আজাদীকে বলেন, দক্ষিণ চট্টগ্রাম থেকে ২০ হাজার লোক ঢাকায় যাওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তারেক রহমান এবং বিএনপির প্রতি ভালোবাসার কারণে লক্ষ্যমাত্রার কয়েক গুণ বেশি লোক ঢাকায় গেছেন। যে যেভাবে পেরেছে ঢাকায় গেছে।

পূর্ববর্তী নিবন্ধডোবায় মাছ ধরতে গিয়ে মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধএককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত এলডিপির