চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। ওইদিন ভোর ৫টায় চট্টগ্রাম থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি মদিনার পথে উড়াল দেবে। বাংলাদেশ থেকে গত রাত থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। ঢাকা থেকে হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি গত রাতে যাত্রা করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, চট্টগ্রাম থেকে হজযাত্রী নিয়ে এবার মোট ২০টি ফ্লাইট যাবে সৌদি আরব। এর মধ্যে চট্টগ্রাম থেকে জেদ্দা যাবে ১৪টি এবং বাকি ৬টি যাবে চট্টগ্রাম থেকে মদিনা। প্রথম ফ্লাইটটি আগামী ২৩ মে ভোরে চট্টগ্রাম থেকে সরাসরি মদিনা যাবে। ২০টি ফ্লাইট হবে ডেডিকেটেড হজ ফ্লাইট। বাকি হজযাত্রীদের অন্যান্য ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম থেকে এবার দশ হাজারের মতো মানুষ হজব্রত পালন করতে সৌদি আরব যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।











