চট্টগ্রাম থেকে দুটি ম্যাজিস্ট্রেট আদালত সাতকানিয়া সদরে স্থানান্তর করে গেজেট প্রকাশ

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লোহাগাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম জেলা সদর থেকে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করে গেজেট প্রকাশ করা হয়েছে। গত বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমানের স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করা হয়। খবর বাসসের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এস. আর. . নং ০৬আইন/২০২৬। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ (Act No. V of 1898) এর section ২ এর sub-section (২অ) এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, সাতকানিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লোহাগাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম জেলা সদর হইতে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের আগে চট্টগ্রামে বিদ্যুতের সব সাবস্টেশন সংস্কার
পরবর্তী নিবন্ধ১৭ বছরে কোনো আবাসিক বা শিল্প এলাকা করতে পারেনি সিডিএ