গতকালও রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে কন্টেনারবাহী দুটি ট্রেন ঢাকায় কমলাপুর আইসিডির উদ্দেশে ছেড়ে গেছে। তবে তেলবাহী কোনো ট্রেন গতকাল চট্টগ্রাম থেকে কোথাও যায়নি বলে জানান চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের দায়িত্বরত রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক সিকদার।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৪ দিন বন্ধ থাকার পর গত ২ আগস্ট থেকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড থেকে দুটি কন্টেনারবাহী ট্রেন ঢাকায় কমলাপুর আইসিডির উদ্দেশে ছেড়ে যায়। গতকাল দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের সিজিপিওয়াই থেকে আরও দুটি কন্টেনারবাহী ট্রেন ছেড়ে যায়।
চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের দায়িত্বরত রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক সিকদার আজাদীকে বলেন, আজকে (গতকাল শনিবার) ২টি কন্টেনারবাহী ট্রেন ঢাকায় কমলাপুর আইসিডির উদ্দেশে ছেড়ে গেছে। তবে তেলবাহী কোনো ট্রেন যায়নি। আগে এতদিন বিজিবির পাহারায় তেলবাহী ট্রেনগুলো যেত। আমরা ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি– বিজিবি ছাড়া তেলের ট্রেন চালাবো কিনা। উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেলে তেলের ট্রেনও চালানো হবে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল। কন্টেনার ট্রেন গত শুক্রবার থেকে চলাচল শুরু হয়েছে। তবে যাত্রীবাহী ট্রেন চলাচল এখনো শুরু হয়নি।