চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট গ্যালারি হলে গতকাল বিকাল ৩টায় শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে তার পরিচালিত ৭টি আর্ট স্কুলের ছাত্র–ছাত্রীদের যৌথ বার্ষিক চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) লেয়াকত আলী খান। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নাছির উদ্দিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম, বাংলাদেশ রং তুলি আসরের চেয়ারম্যান নুরুল আজীম হিরু, খুলশী চাইল্ড গ্রামার স্কুলের চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির, আনোয়ারা আল–আমিন একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল আবছার, বাংলাদেশ রেলওয়ের ডেপুটি ফাইন্যান্স একাউন্টস অফিসার মো. মতিয়ার রহমান এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল আবেদীন ইউছুপ। প্রেস বিজ্ঞপ্তি।