চট্টগ্রাম ডি‌সি হিলে বৈশাখী ম‌ঞ্চ ভাঙচুর, পু‌লি‌শ হেফাজতে ৬

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ৮:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ‌ডি‌সি হিলে বৈশাখী ম‌ঞ্চ ভাঙচুর করা হয়েছে। আজ রবিবার নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে পু‌লিশ হেফাজতে নিয়েছে কোতোয়ালী থানা। এ সময় অনুষ্ঠান উপলক্ষ্যে নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়। এছাড়া ছিঁড়ে ফেলা হয় ব্যানারও।

র‌বিবার (১৩ এ‌প্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বিষয়‌টি‌ নি‌শ্চিত করেছেন কোতোয়ালী থানা অ‌ফিসার ইনচার্জ আবদুল ক‌রিম।

তি‌নি বলেন, এই ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়ে‌ছে। বিস্তা‌রিত পরে জানানো হবে।

ত‌বে এখন প‌রি‌স্থিতি স্বাভা‌বিক রয়েছে। পুরো এলাকা আইনশৃঙ্খলা বা‌হিনী সদস্যরা ঘিরে রেখেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এর আগে পু‌লিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থ‌ল প‌রিদর্শন করে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে রড তৈরির কারখানায় দুই শ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে নিহত ১