চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির ৪৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল সকাল সাড়ে ১০টায় সমিতির খুলশীস্থ ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। এতে সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিনের অনুপস্থিতিতে সবার সম্মতিতে সভাপতি জাহাঙ্গীর চৌধুরী বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উত্থাপন এবং সমিতির ২০১৯-২০২০ সালের সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
এসময় তিনি বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এখন একটি পরিপূর্ণ হাসপাতাল। বর্তমানে হাসপাতালের নামে স্থায়ী জমি বরাদ্দের কাজ চলছে। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে জমি বরাদ্দ পেলেই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরসহ আরো উন্নয়ন কাজে অগ্রায়ন করা সহজ হবে। শীঘ্রই চালু করা হবে নাক, কান, গলা বিভাগ।
এরপর ২০১৯-২০২০ সালের অডিট রিপোর্ট, বাজেট ও নিরীক্ষক নিয়েগের প্রস্তাব উত্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ এস এম জাফর। সভায় সর্বসম্মতিক্রমে ৪৪তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট ২০২০-২০২১ এবং প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়।
বার্ষিক সাধারণ সভা শেষে সকাল সাড়ে ১১টায় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির জীবন সদস্য মো. ইউনুস চৌধুরী, দীপংকর চৌধুরী কাজল, মৃদুল দাশ, দীপক কুমার সরকার, আইনুল হোসেন, ফজল কাদের, নাসির মাহমুদ, ফেরদৌস খান প্রমুখ।
উপস্থিত ছিলেন এস এম শওকত হোসেন, শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, লায়ন মো. সানাউল্লাহ, অ্যাড. চন্দন কুমার তালুকদার, জয়শান্ত বিকাশ বড়ুয়া, মো. রাকিবুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।