বাংলাদেশের সামনে যখন ৫১৩ রানের লক্ষ্য বেঁধে দিল ভারত, তখনই অনেকে জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। তারপরও আশা দেখিয়েছিল ওপেনিং জুটি। মাঝে সাকিব-মিরাজ জুটিও কিছুটা আশা দেখিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ‘অসম্ভব’ কিছু হয়নি। চট্টগ্রাম টেস্টে অনুমিতভাবেই হেরে গেছে বাংলাদেশ।
পঞ্চম দিনের এক ঘণ্টা পার না হতেই চার উইকেট হারায় বাংলাদেশ। অর্থাৎ, আগের দিনের ৬ উইকেটসহ সব উইকেট হারিয়ে ৩২৪ রানে থামে সাকিব আল হাসানের দল। ১৮৮ রানের জয়ে ভারত দুই ম্যাচের সিরিজ ১-০-তে এগিয়ে গেল।
হারলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের শেষ ইনিংসে দুটি অর্জন বাংলাদেশের। একটা হলো অভিষেক টেস্টে জাকির হাসানের সেঞ্চুরি। আরেকটি হলো সাকিবের মারমুখী ব্যাটিং। অবশ্য তার ঝড় শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।