চট্টগ্রাম টেস্ট : চতুর্থ দিনে লাঞ্চের পরই বিপাকে বাংলাদেশ

| শনিবার , ১৭ ডিসেম্বর, ২০২২ at ১:৩০ অপরাহ্ণ

জাকির হাসান-নাজমুল শান্তর জুটিতে বেশ ভালোই এগোচ্ছিল বাংলাদেশ দল। প্রথম সেশনে স্রেফ হতাশা উপহার দেওয়া গিয়েছিল ভারতকে। তবে লাঞ্চের পরই যেন সব বিপাকে পড়ছে সাকিবের দল। লাঞ্চের পর পঞ্চম ওভারে দলীয় ১২৪ রানের মাথায় উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান শান্ত। ৬৭ রানে থাকা অবস্থায় ফেরেন তিনি।

এরপর উইকেটে আসেন ইয়াসির। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। দুই ওভার পরই তিনি শিকার বনে গেছেন অক্ষর পাটেলের। ভারতীয় এই অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন ইয়াসির।

দারুণ শুরুর পর মাত্র ৭ রানের ব্যবধানে দুই উইকেট খুইয়ে বসল বাংলাদেশ। তাতে দুর্ভাবনাও খানিকটা মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ দলে।

জয় থেকে এখনো ৩৮২ রান দূরে বাংলাদেশ। হাতে আছে এখন ৮ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধযে কারণে ফাইনালে বাড়তি সুবিধা পাবে আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে তৃতীয় স্থান অধিকারের লড়াই আজ