চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ৯:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরামের পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে।

চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরামের সভাপতি স্টালিন দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদের পরিচালনায় এতে নতুন কমিটি সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা দৈনিক আমার বাংলা প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, অধ্যক্ষ ড. সানা উল্লাহ, মাই টিভি ব্যুরো প্রধান নুরুল কবির, বিশিষ্ট সাংবাদিক ওয়াহিদ জামান, মোহনা টিভি ব্যুরো প্রধান আলী আহমেদ শাহীন চৌধুরী, সিটিবি ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক, দৈনিক জাগো জনতা নির্বাহী সম্পাদক কামাল পারভেজ, মোহনা টিভির সিনিয়র রিপোর্টার সুমন কুমার দে, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শহীদুল ইসলাম সুমন।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ঠাকুর প্রসাদ মজুমদার রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, অর্থ সম্পাদক আব্দুল হক, দপ্তর সম্পাদক রিয়াদউদ্দিন, প্রচার সম্পাদক শফিকুল্লাহ হাবিব ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ জালাল, নির্বাহী সদস্য মোর্শেদুল আলম, সদস্য মোঃ সেলিম খান, টিটন দাস, সাবের আলী, আজাদ হোসেন, হাসান রিফাত, মোঃ বাবু (হাসান), শাকিল চৌধুরী অভি, মোহাম্মদ সেলিম, মোঃ জসিম, মোহাম্মদ সালাউদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ডিবির অভিযানে কোটি টাকার সিগারেট জব্দ, গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধপথ‌শিশুরা আমাদের প‌রিবারেরই অংশ : সি‌নিয়র দায়রা জজ জান্নাতুল ফেরদৌস