চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসো’র মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শুরু হয়েছে মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা। গত শনিবার সন্ধ্যায় টিসিজেএ কার্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রাউজান উপজেলার চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। টিসিজেএ সাধারণ সম্পাদক দিপঙ্কর দাস বাবুর সঞ্চালনায় টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিসিজেএ সহ-সভাপতি আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, অর্থ-সম্পাদক মো. আলমগীর, নির্বাহী সদস্য সাইমুম আল মুরাদ, সিনিয়র সদস্য সনজিব দে বাবু। এ সময় উপস্থিত ছিলেন এমরাউল কায়েস মিটু, সাইফুল ইসলাম, নুর হাসিব ইফরাজ, অমিত দাস, সদস্য রনি দাস, সুমন গোস্বামী, আবু জাহেদ, রবিউল হোসেন টিপু, বাবুন পাল, মো. জহির, হাসান উল্ল্যাহ, মো. হারুন, সাখাওয়াত হোসেন টিপু, মো. পারভেজ রাহমান, আসাদুজ্জামান লিমন, রনি গোমেজ, আরশাদ আলী, নাজিম উদ্দিন, মো. মুনছুর প্রমুখ। মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারম, দাবা, লুডুসহ ৫টি ইভেন্টে টিসিজেএ ৪৪ জন সদস্য অংশ গ্রহণ করছেন। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবসুন্ধরা কিংসে ‘জাপানি’ সুমাইয়া
পরবর্তী নিবন্ধব্যাট হাতে দারুন খেলছেন চট্টগ্রামের তরুণ ইরফান