আগামী ৩১ মার্চ হতে ঢাকা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস- অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা পুরুষ হকি দলের প্রশিক্ষণ গতকাল ২০ মার্চ সকাল ৭ টায় এম.এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, হকি কোচ মহসিনুল হক চৌধুরী, জেলা দলের ম্যানেজার সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন নিজু, কোচ মাঈনুদ্দিন মাহমুদ শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।