চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের শপথ অনুষ্ঠান

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক সম্মেলন ২০২১-২০২২ এবং শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৪ জানুয়ারি নগরীর হোটেল সৈকতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবদুর রশিদ। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি জহুর আহমদের সভাপতিত্বে এবং মহাসচিব গোলাম রসুলের সঞ্চালনায় আয়োজিত শপথ পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মাহবুবুল হক মিয়া, অতিরিক্ত মহাসচিব ইউনুছ কোম্পানি, বিলাসী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, বাঁশখালী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, পিএবি সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, কালুরঘাট বাস মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ওহিদুর নুর কাদেরী, সাঈদ নাঈম সুমন এনায়েতুর রহমান, তরুণ দাসগুপ্ত ভানু, শহিদুল ইসলাম, অধ্যাপক সোলাইমান হোসেন রাজু, সিরাজউদ্দৌলা নিপু, আকাশ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের গাছুয়ায় পরামর্শ সভা
পরবর্তী নিবন্ধজোর করে পরাজিত করে আমাকে দমানো যাবে না : ডা. শাহাদাত