চট্টগ্রামের একমাত্র খেলার মাঠ এম এ আজিজ স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নামকরণ করা হয়েছে। কিন্তু চট্টগ্রামবাসীর মন থেকে স্টেডিয়াম হারানোর ভয় কাটেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ইতোমধ্যেই ২৫ বছরের জন্য চট্টগ্রাম স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সে ঘোষণার পর থেকেই উত্তাল হয়ে উঠে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন। দলমত নির্বিশেষে সবাই এই স্টেডিয়াম রক্ষায় মাঠে নেমে পড়ে। মাঝখানে রমাজন আর ঈদকে কেন্দ্র করে স্তিমিত ছিল আন্দোলন। এরই মধ্যে এই স্টেডিয়ামে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। যে টুর্নামেন্ট দুটি এ এফ সি আয়োজন করছে। সে টুর্নামেন্টকে সামনে রেখে স্টেডিয়ামের ব্যাপক সংস্কার কাজ করতে চায় বাফুফে। এরই মধ্যে সে সংস্কার কাজের টেন্ডারও হয়ে গেছে বলে জানা গেছে। এমন সংবাদে আবার ফুসে উঠেছে চট্টগ্রামের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদি এবং বিভিন্ন দল ও মতের মানুষ। তাদের একটাই কথা এই স্টেডিয়াম বাফুফেকে দেওয়া যাবেনা। সেই দাবির পক্ষে আজ সমাবেসের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠ রক্ষা কমিটি। বিকাল ৫.৩০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। উক্ত সমাবেশে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত সকল ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক/স্টেডিয়াম প্রতিনিধিসহ চট্টগ্রামের সর্বস্তরের ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী, কোচ, বিভিন্ন ইভেন্টের বর্তমান ও সাবেক খেলোয়াড়, ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টের একাডেমি সমূহের কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দেরকে এবং বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় সমিতি, রেফারী ও আম্পায়ার সমিতির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য মাঠ রক্ষা কমিটির পক্ষে এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।