চট্টগ্রাম জেলা সেপাক টাকরো দল গঠিত

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম আঞ্চলিক প্রতিযোগিতা আগামী ২ ডিসেম্বর হতে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হবে। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলা দল গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়গণ হলেন: পলাশ, তাবিব, ইয়াকুব, ফাহিম, জাহেদ ও মাহির। দলীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন এস.এম ইকবাল মোরশেদ, কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সিজেকেএস কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে
পরবর্তী নিবন্ধভাল খেলার প্রত্যয়ে আজ মাঠে নামছে চট্টগ্রাম