চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের সভা

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের সভায় বক্তারা বলেছেন, নীতি-আদর্শকে সামনে রেখে ব্যবসা পরিচালনা করে দেশ ও সমাজ উন্নয়নে অবদান রাখার মাধ্যমে ব্যবসায়ী সমাজকে স্ব-স্ব ক্ষেত্রে ভূমিকা রেখে নিজেদের অবস্থান তৈরি করতে হবে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গত শুক্রবার চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের মতবিনিময় সভা সংগঠনের সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আলী আকবর, সহসভাপতি আবুল কাশেম তালুকদার, মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিম, এম এ মারুফ, শেখ মনছুর, সাবেক কমিশনার জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল ভূমি সেবাকে স্মার্ট সেবায় রূপান্তরের কাজ শুরু
পরবর্তী নিবন্ধইভিএম ভোট ডাকাতি ও কারচুপির মেশিন