চট্টগ্রাম জেলা মহিলা বাস্কেটবল দল ঢাকা যাচ্ছে কাল

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় (পুরষ ও মহিলা) অংশগ্রহনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা মহিলা দল আগামীকাল ১ নভেম্বর সকাল ৮টায় বাসযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। এর আগে চট্টগ্রাম জেলা মহিলা বাস্কেটবল দলের জার্সি বিতরণ করেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস বাস্কেটবল কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজু, ভাইসচেয়ারম্যান কুইনটেন রিবেরো, যুগ্ম সম্পাদক রবিউল হাসান বাবলু, সদস্য নুরুল হুদা, ইমরুল কায়েস, রোমেল রাসা, দেবরা হালদার প্রমুখ।

চট্টগ্রাম জেলা মহিলা বাস্কেটবল দলের খেলোয়াড়রা হলেন : ইফফাত আনোয়ার নাবিলা (অধিনায়ক), সুহাইবা রহমান, সোনালী রাণী দাস, ওয়ারশিপা রাণী সূত্রধর, ডেবোরা হালদার, হৃদিকা বিনতে হুদা, শর্মিলা হক, সাইমা বিনতে নাঈম,আয়রা তাহিয়া মাহমুদ, জোয়া আমির, জুলাইরিয়া পারিজা, প্রিয়া আক্তার। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হুদা, কোচ রোমেল রাশা এবং দলনেতা তানসির তৈমুর মোরশেদ।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ
পরবর্তী নিবন্ধস্কুল হকি লিগে মিউনিসিপ্যাল অপরাজিত চ্যাম্পিয়ন