বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ১৯ তম আন্ত: জেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম জেলা দল। চট্টগ্রাম জোনের আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রাম জেলা দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় অংশ নিতে ১৪ সদস্যের চট্টগ্রাম জেলা দল আজ বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে। অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়রা হলেন : মো. সিদ্দিক ফারুকী, মো. তারেকুল আলম, রাহুল শীল, মিরাজ উদ্দিন, সাদমান খালিদ, আরিয়ান হক, মো. জোবায়ের, হিব্বান মুরাদি, শামিমউজ্জামান, আবু সাকিব, আসাদ হোসেন, জহির। চট্টগ্রাম জেলা ভলিবল দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সিজেকেএস ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সম্পাদক শামীম আহমেদ। উল্লেখ্য যে, আন্তঃ জেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা ২০২১–২০২২ এর চূড়ান্ত পর্বে চট্টগ্রাম জেলা দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিল।