চট্টগ্রাম জেলা ভলিবল দলের জার্সি উন্মোচন

| বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ম্যাক গ্রুপ আন্তঃ জেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতার চট্টগ্রাম জোনের আঞ্চলিক পর্ব আগামী ৬ জুন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক চট্টগ্রাম জেলা দলও। এদিকে গত মঙ্গলবার এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া চট্টগ্রাম জেলা ভলিবল দলের জার্সি ও ট্রাকস্যুট উন্মোচন করেন জেলা দলের চেয়ারম্যান ও সিজেকেএস সহ সভাপতি এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল)। এতে উপস্থিত ছিলেন সিজেকেএস ভলিবল কমিটির সম্পাদক ও নির্বাহী সদস্য মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ। জার্সি ও ট্রাকস্যুট প্রদান করেন ইঞ্জিনিয়ার মো. এমদাদ হোসাইন, সিইও পাইনিয়র টেকনোলজি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে শাহ্‌ অহিদিয়া স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধসাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে দুটি পরিবর্তন