চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসো’র বার্ষিক সাধারণ সভা

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সিজেকেএস কনভেনশন হলে এসোসিয়েশনের সভাপতি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভা উপকমিটির চেয়ারম্যান মাহাবুব আলম রাজীব। বিগত সাধারণ সভা ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন। ২০২৪ ও ২০২৫ সালের আয়ব্যয়ের হিসাব ও ২০২৬ সালের সম্ভাব্য বাজেট কোষাধ্যক্ষের পক্ষে উপস্থাপন করেন দপ্তর সম্পাদক এ এম এম সৈকত। সাধারণ আলোচনায় অংশ গ্রহণ করেন আজীবন সদস্য ফরহাদ হোসেন চৌধুরী, আবদুর রাজ্জাক মল্লিক,হাজি তৈয়ব আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নির্বাহী সদস্য সোহেল শাহাদাত, আজীবন সদস্য আমিনুল ইসলাম। এসোসিয়েশনে বিশেষ অবদানের জন্য নজরুল কবির দিপু, হামিদুর রহমান, সোহেল রানা,হাজী দিদারুল আলম, রুবেল বড়ুয়াকে ক্রেস্ট,৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণীতে রেফারিতে উত্তীর্ণদের ক্রেস্ট,২য় শ্রেণী হতে ১ম শ্রেণীতে উত্তীর্ণ রেফারিদের ব্লেজার,১ম শ্রেণী হতে জাতীয় রেফারিতে উত্তীর্ণদের ক্রেস্ট এবং জাতীয় রেফারি হতে ফিফা রেফারিতে উত্তীর্ণ রেফারিদের এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এসোসিয়েশনের মিডিয়া ম্যানেজার শরফ উদ্দিন ও অনুষ্ঠানের সঞ্চালক হেলাল উদ্দিন টিপুকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এসোসিয়েশনের ২০২৬২০২৯ সালের নতুন নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনের চেয়ারম্যান তাহের আহমেদ, সদস্য এহসানুল হক শাওন ও এডিসন চাকমাকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদকের নাম ঘোষণা করেন। সদস্যদের নির্বাচন সরকারী নিষেধাজ্ঞার কারণে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলের চারটি কোয়ার্টার ফাইনাল খেলা আজ