চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠনকল্পে বাছাই কার্যক্রম শুরু

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠনকল্পে খেলোয়াড় বাছাই কার্যক্রম গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়। মোট ৩৭ জন ফুটবলার এই বাছাই কার্যক্রমে অংশ গ্রহণ করে। প্রথম দিনের মত গতকাল পরখ করা হয়েছে এই ফুটবলারদের। আজ আবারো পরখ করা হবে এই ফুটবলারদের।

এদিকে গতকাল বিকেলে এই বাছাই কার্যক্রম শুরুর পূর্বে উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম ও সিডিএফএ নির্বাহী সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি। এসময় আরো উপস্থিত ছিলেন সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু, নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, আবু সৈয়দ মাহমুদ, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, সজিব বড়ুয়া টুটুল, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, প্রবীর ঘোষ এবং সাবেক ফুটবলার ও কোচ দেবাশীষ বড়ুয়া দেবু।

পূর্ববর্তী নিবন্ধসরকারের প্রতিশ্রুত জমিতেই বাড়ি নির্মাণ চান ঋতুপর্ণা
পরবর্তী নিবন্ধডেথ ওভারে সেরা পাঁচে তাসকিন ও মোস্তাফিজ