চট্টগ্রাম জেলা ফুটবল দলের জার্সি উন্মোচন

| বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

আগামীকাল থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট২০২৫ এ অংশগ্রহণ করছে চট্টগ্রাম জেলা ফুটবল দল। এ উপলক্ষে চট্টগ্রাম জেলা ফুটবল দলের জার্সি উন্মোচন এবং খেলার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠান গতকাল ২২ এপ্রিল মঙ্গলবার সিজেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য রিফাত বিন আনোয়ার। জার্সি উন্মোচন শেষে অতিথিরা তাদের বক্তব্যে জেলা ফুটবল দলের সদস্যদের উৎসাহিত করে শুভেচ্ছা জানান।

তারা আশা প্রকাশ করেন দলটি এবারের বিভাগীয় কমিশনার গোল্ডকাপে পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করবে। অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে জার্সি ও খেলার অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। আগামী ২৫ শে এপ্রিল শুক্রবার চট্টগ্রাম জেলা ফুটবল দল তাদের ১ম খেলায় খাগড়াছড়ি জেলা ফুটবল দলের মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা ফুটবল একাডেমির টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন
পরবর্তী নিবন্ধনারী ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে নাহিদা উন্নতি হয়েছে শারমিন ও রিতু মনির