চট্টগ্রাম জেলা ফুটবল কোচেস এসো’র বিশেষ সাধারণ সভা ২৫ অক্টোবর

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল কোচেস এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা আগামী ২৫ অক্টোবর’২৫ শনিবার সন্ধ্যে ৬ টায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চট্টগ্রাম জেলা ফুটবল কোচেস এসোসিয়েশনের আহ্বায়ক ও সিজেকেএস ক্লাব সমিতির সহসভাপতি নজরুল ইসলাম লেদু উক্ত বিশেষ সাধারণ সভার আহ্বায়ক কমিটির সকল কর্মকর্তাসহ যারা এসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন, তাদের সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরের সৌন্দর্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা দরকার : মেয়র
পরবর্তী নিবন্ধহলদিয়া চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল টুর্নামেন্টে ৬ নং ওয়ার্ড জয়ী