চট্টগ্রাম বন্দরে গেইট পাস ৫৭.৫০ টাকা থেকে হঠাৎ ২৩০ টাকা করার সিদ্ধান্তে ও প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের উপর হামলা, শ্রমিকদের গাড়ি চালানো হতে বিরত রাখা ও হুমকি প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার কনক্রিট ফ্ল্যাটবেড ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ সেলিম খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল খায়ের, কার্যকরী সভাপতি হুমায়ুন কবির, সহ–সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন জিয়া, নিজামুদ্দিন, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, সহ–সাধারণ সম্পাদক রাসেল, ইব্রাহিম, সহসাংগঠনিক সম্পাদক এহসান, কোষাধাক্ষ মোক্তার হোসেন, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ জহির খান টিপু, কল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক পারভেজ, প্রচার সম্পাদক আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বক্তারা এই বন্দরকে রক্ষায় সকল বন্দরকে ব্যবহারকারী ঐক্যবদ্ধ হয়ে দ্রুত সমস্যা সমাধান করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।