চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিঙার, ফ্লাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বাচন উপ পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান জাহিদের সভাপতিত্বে বন্দরস্থ থানাধীন লিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মুছা নব নির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের সাংগঠনিক বিষয় বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক ওলি আহমেদ, অত্র সংগঠনের সাবেক সাধারণ সম্পাদ মোঃ হাসান, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফারুক, নির্বাচন উপ পরিষদের সদস্য জাফর উল্লা মান্নান, আবু তাহের, নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ সেলিম খান, সাধারণ সম্পাদক আবুল খায়ের, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফ ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হুমায়ুন। নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ রহিম। প্রেস বিজ্ঞপ্তি।