চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ৬৪ কর্মচারী লটারির মাধ্যমে বদলি

| বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের স্বচ্ছভাবে বদলির লটারি অনুষ্ঠান গতকাল বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত কর্মচারী বদলির লটারি কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ফরিদা খানম।

যে সকল কর্মচারী ৩ বছরের অধিক একই শাখায় কাজ করছেন এমন ৬৪ জন কর্মচারীকে লটারির মাধ্যমে বদলিপদায়ন করা হয়। স্বচ্ছ বঙে উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারীগণ নিজেরাই নিজেদের বদলি ভাগ্য নির্ধারণ করেন। কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে এই বদলি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং জেলা প্রশাসকের অভূতপূর্ব এই উদ্যোগকে স্বাগত জানান। অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীদের জাতীয় কল্যাণে কাজ করে যেতে হবে
পরবর্তী নিবন্ধআইয়ুব খান ও শামসুল হক স্মৃতি অনূর্ধ্ব ১২ ক্রিকেটে এন্ট্রি আহ্বান