চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে গত ২০ মার্চ সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেছেন দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ। আগামী ৬ এপ্রিল মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দক্ষিণ কাট্টলী রাণী রাসমণি ঘাটে ঐতিহ্যবাহী মহাতীর্থ বারুণী স্নান উৎসব উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদ নেতৃবৃন্দ জেলা প্রশাসককে উৎসবের বিভিন্ন কর্মসূচি সম্বলিত আমন্ত্রণপত্র প্রদান করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বারুণী স্নান উদযাপন পরিষদের সভাপতি অলক নাথ চৌধুরী, সাধারণ সম্পাদক সুকান্ত ধর, বারুণী স্নান পরিচালনা পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথ, ঐক্য পরিষদ নেতা সুকান্ত দত্ত, উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি ডা. বিজন কান্তি নাথ, সমর কান্তি দাশ, বাবলু দেবনাথ, প্রীতম মজুমদার, কর্মকর্তা নান্টু দেবনাথ প্রমুখ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বারুণী স্নান উৎসবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং উৎসবের সফলতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।