চট্টগ্রাম জেলা পূজা পরিষদের মতবিনিময়

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় কেন্দ্রীয় সহ-সভাপতি বাসুদেব ধর বলেন, শারদীয় দুর্গাপূজায় উৎসবের আয়োজন বাঙালির চিরায়িত সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। দুর্গোৎসবকে সৌহাদ্যময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গতকাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেবের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, দোলন মজুমদার, সাগর মিত্র, দীপক তালুকদার, রূপক শীল, কাঞ্চন আচার্য্য, নিউটন সরকার, হরিপদ চৌধুরী বাবুল, তাপস বল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা থেকে আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধহোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের প্রোগ্রামিং স্কুলের যাত্রা শুরু