চট্টগ্রাম জেলা পরিষদ ভবন হবে আইকনিক

নির্মাণ কাজ পরিদর্শনে পেয়ারুল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের নির্মিতব্য ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। গতকাল সোমবার বেলা ১২টায় জেলা পরিষদের নতুন নির্মিতব্য ভবন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যান পুরো ভবনটির প্রতিটি ফ্লোরে গিয়ে কাজ পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ দিক নিদের্শনা দেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ ভবনটি চট্টগ্রামের আইকনিক ভবনে পরিণত হবে। এই ভবনটি একটি দৃষ্টিনন্দন ভবনে রূপ নেবে। এই ভবনের কাজ শতভাগ নিখুঁত হতে হবে। এখানে কোনো ধরনের ত্রুটি কিংবা গাফিলতি করা যাবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, এলজিইডি প্রধান প্রকৌশলী তফাজ্জল আহমদ, প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাজস্থলীতে গাড়িচালকের উদ্ধার দাবিতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল