চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান হলেন পেয়ারুল

আজাদী অনলাইন | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:০৫ অপরাহ্ণ

২ হাজার ৫৬৭ ভোট পেয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম।

আজ সোমবার (১৭ অক্টোবর) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, ১৫টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ ভোটারের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ভোট দিয়েছেন যা ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতা মাসুম আজিজের চিরবিদায়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার