চট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার এস এম খালেকুজ্জামান কর্তৃক চট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তাকর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির ত্রৈবার্ষিক নির্বাচনের তফসিল গত ২৪ আগস্ট ঘোষণা করা হয়েছে। () সভাপতি () সহ সভাপতি () সাধারণ সম্পাদক () সহ সাধারণ সম্পাদক () সাংগঠনিক সম্পাদক () অর্থ সম্পাদক () সাহিত্য ও প্রচার সম্পাদক () ৩টি সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিলের সংক্ষিপ্ত বিবরণ : খসড়া ভোটার তালিকা প্রকাশ : ২৫ আগস্ট, সকাল ১০ টায়, খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিলের শেষ তারিখ : ২৮ আগস্ট, বিকাল ৪ টা পর্যন্ত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : ৩১ আগস্ট, সকাল ১০ টায়, মনোনয়ন পত্র বিতরণ : ১ হতে ০৪ সেপ্টেম্বর, বিকাল ৪ টা পর্যন্ত, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ : ৯ সেপ্টেম্বর, বিকাল ৪ টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাইবাছাই : ১০ সেপ্টেম্বর, বেলা ১১ টায়, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ : ১১ সেপ্টেম্বর, বেলা ১১টায়, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ : ১৬ সেপ্টেম্বর, বিকাল ৪ টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, বেলা ১১ টায়, ভোট গ্রহণ : ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এবং ফলাফল ঘোষণা একই তারিখে বিকাল ৪ টায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুড ইন্ডাস্ট্রি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, ৩ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ‘গা ছমছম রাজবাড়ি’ বইয়ের প্রকাশনা উৎসব