চট্টগ্রাম জেলা পরিষদের সম্মাননা পেলো ক্বণন

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ আয়োজিত আইডিয়া প্রতিযোগিতায় বৃন্দ আবৃত্তির স্ক্রীপ্ট অন্যতম সেরা ইউনিক আইডিয়া নির্বাচিত হওয়ায় সম্মাননা ও পুরস্কার পেল ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন। ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের প্রন্থনা, নির্দেশনা ও পরিকল্পনায় বৃন্দ আবৃত্তি প্রযোজনা ‘রাজপথে আঁকা কবিতায় দ্রোহের জলোচ্ছ্বাস’ এর জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি জেলা পরিষদের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের কাছ থেকে ক্বণন সভাপতি মোসতাক খন্দকার এবং ক্বণন সদস্যরা এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ, চট্টগ্রাম এর প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাাহ নূরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদ, চট্টগ্রাম এর নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। উল্লেখ্য, তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে জেলা পরিষদের আইডিয়া প্রতিযোগিতায় ৬৮টি আইডিয়া জমা পড়ে। এর মধ্যে ৫টি সেরা ইউনিক আইডিয়া নির্বাচিত হয়। সবাইকে এই আয়োজনে সনদ ও সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএসআরএম কারখানা পরিদর্শনে সিআইইউ শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল