চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার স্ত্রীর চেইন ছিনতাই, চক্রের তিন সদস্য গ্রেপ্তার

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে ছিনতাইকৃত ১টি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সেই সঙ্গে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: মোহাম্মদ রিমন হোসেন (১৬), মোহাম্মদ আমির হোসেন লেদু (২২) ও আলামিন (২৪)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কোতোয়ালী থানা প্রাঙ্গনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন।

তিনি বলেন, ভুক্তভোগী থানা পুলিশকে অবহিত করার ৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মালামালসহ চক্রের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়। পুলিশি তৎপরতায় খুব দ্রুত সময়ে এটি উদ্ধার করা সম্ভব হয়েছে, তাতে প্রমাণ করে পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছেন। এই ধরণের অভিযানে সাধারণ জনগণের তথ্য ও সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে অনুরোধ করব, এমন ঘটনার সাক্ষী হলে সাথে সাথে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।

মূলত, ভুক্তভোগী নারী চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার স্ত্রী। গত ১২ অক্টোবর ভোর সাড়ে ছয়টার দিকে হাঁটতে বের হয়ে পরে কোতোয়ালী থানাধীন সার্সন রোডে রিকশা যোগে বাসায় ফেরার পথে হঠাৎ ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ও হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। ভিকটিম চিৎকার শুরু করলে নিকটস্থ টহল পুলিশ সদস্যরা ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করলে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ও সহকারী পুলিশ কমিশনার (কোটোয়ালী জোন) এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করে দ্রুত তদন্ত শুরু করে। মাত্র ৮ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ আনা ওজনের স্বর্ণের চেইন, ১টি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং দ্রুত বিচার আইনে দ্রুত ট্রায়ালের উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে র‌্যাবের অভিযানে প্রচুর নকল টাকা উদ্ধার