চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

প্রশাসকের দায়িত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে চট্টগ্রামের জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকেও অপসারণ করা হয়েছে। তার স্থলে প্রশাসক পদে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে।

গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। অফিস আদেশ পাওয়ার পর গতকাল চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা জেলা পরিষদে অফিস করেছেন বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং ৫৩টি জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪এর ধারা৮২ () প্রয়োগ করে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি। ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রচলিত বিধি অনুযায়ী শুধু দায়িত্ব ভাতা পাবেন তিনি। তবে বেতনভাতা ও অন্যান্য সুবিধা পাবেন না।

উল্লেখ্য, এটিএম পেয়ারুল ইসলাম ২০২২ সালের ১৮ নভেম্বর চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। ১ বছর ৮ মাস ২০ দিনের মতো তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধফজলে করিমসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধচসিকের প্রশাসক পদে বিভাগীয় কমিশনার তোফায়েল