চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে ভোটের প্রস্তুতি

৪৪ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরির কাজ শুরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী ভোট গ্রহণের লক্ষ্যে একে একে সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাকর্মচারীরা এখন ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের পরবর্তী পদক্ষেপ হিসেবে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য জেলা নির্বাচন অফিসের বিভিন্ন স্টোরে মজুদ করা হচ্ছে স্বচ্ছ ব্যালট বক্স।

নির্বাচন কমিশন থেকে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের খসড়া তালিকা। চূড়ান্ত করা হচ্ছে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা। সবমিলে তফসিল ঘোষণার আগে ভাগেই নির্বাচনের সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাকর্মচারীরা।

খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ : নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকায় চট্টগ্রামে এবার ভোটকেন্দ্র কমেছে ৬৪টি এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে ১০৭৬টি। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের খসড়া তালিকায় মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৯৫৯টি এবং ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে ১২৬৫৬টি। এরমধ্যে পুরুষ বুথের সংখ্যা ৫৭৬৪টি এবং মহিলা বুথের সংখ্যা ৬৮৯২টি।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২০২৩টি; আর ভোট কক্ষের সংখ্যা ছিল ১৩৭৩২টি।

স্বচ্ছ ব্যালট বক্স মজুত : চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের জন্য ইতোমধ্যে স্বচ্ছ ব্যালট বাক্স মজুত করা হয়েছে। জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, আগামী নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য ১৪৬১৫টি স্বচ্ছ ব্যালট বক্সের প্রয়োজন হবে। নির্বাচনে ভোটগ্রহণের চাহিদার চেয়েও বেশি ব্যালট বক্স এখন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের স্টোরে এবং বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসের স্টোরে মজুত আছে। এখন চট্টগ্রাম জেলা নির্বাচনে মজুত আছে ১৫৯৪৪টি স্বচ্ছ ব্যালট বক্স।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, প্রত্যেক ভোটকক্ষের জন্য একটি করে এবং প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একটি অতিরিক্ত হিসেবে ব্যালট বক্স দেওয়ার নির্দেশনা থাকে। কোন ভোটকক্ষে একই সঙ্গে একাধিক ব্যালট বক্স ব্যবহার করা যায় না।

খসড়া ভোটার তালিকা প্রকাশ : চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম মহানগরী ও জেলায় হালনাগাদ ভোটার তালিকায় ছবিসহ নতুন ভোটার যুক্ত হয়েছেন ৩ লাখ ৪২৮৩ জন। এরমধ্যে ১৫ উপজেলায় ছবিসহ নতুন ভোটার যুক্ত হয়েছে ২ লাখ ৫২২৮৩ জন। চট্টগ্রাম মহানগরীতে ছবিসহ নতুন ভোটার যুক্ত হয়েছে ৫২ হাজার জন। এদের মধ্যে যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।

খসড়া ভোটার তালিকায় এবার মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৬৮৫১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৪৮৫৪৮ জন। মহিলা ভোটার ৩২ লাখ ১৯৯১৭ জন। চট্টগ্রাম মহানগরীর মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯২৭৮৭ জন।

৪৪ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরির কাজ শুরু : নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্যানেল প্রস্তুতের কাজ শুরু করেছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের জন্য মোট ৪৪ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি করা হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনে ১৯৫৯টি ভোটকেন্দ্রের জন্য ১৯৫৯ জন প্রিসাইডিং অফিসার এবং ১২৬৫৬টি বুথের জন্য ১২৬৫৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২৫৩১২ জন পোলিং অফিসারসহ আরও অতিরিক্ত ১০ শতাংশ ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি করা হবে। এর জন্য গত ৮ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের সকল সরকারিআধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তাদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা। সব মিলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের জন্য মোট ৪৪ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্যানেল তৈরি করা হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ আজাদীকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের ব্যাপারে আমরা প্রতিটি সরকারিআধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষককর্মকর্তাদের তালিকা চেয়ে চিঠি পাঠানো শুরু করেছি।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ, প্রতিবাদে প্রতিনিধিদের ওয়াকআউট
পরবর্তী নিবন্ধ‘নিয়ম’ মেনে জনবল নিয়োগ দিচ্ছে চসিক