সিজেকেএস দাবা কমিটির আয়োজনে চট্টগ্রাম জেলা দাবা টুর্নামেন্টে ঋষিন তালুকদার অপরাজিত চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি সাত খেলায় ৬.৫ পয়েন্ট অর্জন করেন। সমান খেলায় ৬ পয়েন্ট পেয়ে যথাক্রমে বাবলু চাকমা রানার্স আপ ও সাজিদ বিন জাহিদ ৩য় স্থান অর্জন করেন। এছাড়া ৫.৫ পয়েন্ট পেয়ে যথাক্রমে দিব্য দাশ ৪র্থ, মুজিবুর রহমান ৫ম ও মোহাম্মদ ইউছুপ ৬ষ্ঠ স্থান লাভ করেন।
আগামীকাল ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় দাবা বি চ্যাম্পিয়নশিপে এই ৬জন দাবাড়ু চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।
গতকাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কবির আহমদ। দাবা কমিটির সম্পাদক মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীন সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রকৌশলী এস এম তারেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সহ- সভাপতি হাফিজুর রহমান ও যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য নাছির মিয়া, কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, দাবা কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ, ফিদে মাষ্টার আব্দুল মালেক,সদস্য মো. ইসহাক, নুরুল আমিন ও দাবা খেলোয়াড় সমিতি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। এই প্রতিযোগিতায় মোট ৭৫ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।












