চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ৩য় রাউন্ড শেষে ১২জন শীর্ষে

| শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপের ৩য় রাউন্ড শেষে ১২ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। সিজেকেএস কনভেনশন হলে শুক্রবার অনুষ্ঠিত ৩য় রাউন্ডের খেলায় দিব্য দাশমোহাম্মদ ইমনকে,ইফতেখারঅন্বয় দাশকে, মুজিবুরপ্রিমাকে, মীর্জা আরিফওয়াসিফকে, আফরাজমিন্নাত আলীকে,মহসিনসানোয়ারাকে, অনিন্দ্য রিকবাবলুকে, সুবাহপ্রাঞ্জলকে, কায়সারসুপ্রাতিককে,ডা. শাখায়াতআবীরকে, সেলিমমীর আহমদকে, শুভ্রজিত নন্দীসাদক সুমনকে, সাইফুল আজমআনুষ্কাকে, জোবায়েরতাপসীকে,মাহবুবজোতি বড়ুয়াকে,মিজানুরআব্দুল্লাকে,বাদশাআফরাজকে, শুভ্রজিতসুলতানকে পরাজিত করেন। আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপের ৪র্থ ও বিকাল ৪ টায় ৫ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজেলা দল গঠনে সিনিয়র ফুটবলারদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধঅলিম্পিক গোল কী? নামকরণের ইতিহাস