চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ৭ আগষ্ট শুরু

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ আগামী ৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট হতে সিজেকেএস কনভেনশন হলে শুরু হবে। এই চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলার স্থায়ী নাগরিক এবং বিগত ৩বছর চট্টগ্রাম জেলায় বসবাস করছে এমন খেলোয়াড়রা নিবন্ধন করতে পারবে। ৯ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে ৭ দিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দেরকে আগামী ৬ আগষ্ট সকাল ১১ টা হতে বিকাল ৫টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে নিবন্ধন ফি ১৫০ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। এছাড়াও অনলাইনের মাধ্যমে নাম নিবন্ধন করা যাবে। নিবন্ধন লিংক-https://forms.gle/e7jbR2Zp9MiwXiHY9, অনলাইনে নিবন্ধন করলে বিকাশ ও নগদের চার্জসহ ১৫৫/- (একশত পঞ্চান্ন) টাকা পরিশোধ করতে হবে। উল্লেখ্য যে, টুর্নামেন্টে শীর্ষ ৬জন খেলোয়াড় চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে জাতীয় দাবা জোন২ এ অংশগ্রহণ করার সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধউদ্ভাবনের মাধ্যমে সমাজে পরিবর্তন আনুন
পরবর্তী নিবন্ধসিউলে বার্সেলোনার গোল উৎসব