চট্টগ্রাম জেলা দল রাজশাহী যাচ্ছে আজ

৪৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। চট্টগ্রাম জেলা দল তাদের আঞ্চলিক পর্ব শুরু করবে রাজশাহীতে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে গতকাল ১৬ সদস্যের চট্টগ্রাম জেলা দল ঘোষণা করা হয়েছে। দলের প্রধান নির্বাচক আরিফ আহমেদ চৌধুরী এ দল ঘোষনা করেন। দলের ক্রিকেটাররা হলেন কফিল উদ্দিন, তৌসিফ, শামসুদ্দিন বাপ্পা, শোয়েব চৌধুরী, ওমর হাসান, রিফাত, মিনহাজ উদ্দিন সৌরভ, রতন দাশ, মো. রুবেল, আরমান, কাজি কামরুল ইসলাম, সাজিবুল আলম, ইনজামাম উল হক, হাবিব, রাসেল, সাকিব। দলের কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির চট্টগ্রাম জেলা কোচ মাহবুবুল করিম মিঠু। আর ম্যানেজারের দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এনামুল হক। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চট্টগ্রাম জেলা দল আজ রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে। প্রতিযোগিতার আঞ্চুলিক পর্বে গাজীপুর জেলা দল, শেরপুর জেলা দল এবং রাঙ্গামাটি জেলা দলেল বিপক্ষে খেলবে চট্টগ্রাম জেলা দল। আগামী শনিবার নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলা দলের প্রতিপক্ষ গাজিপুর জেলা দল। প্রতিযোগিতার দ্বিতীয় স্তরে খেলছে চট্টগ্রাম জেলা দল। বরাবর ভাল দল নিয়ে এই প্রতিযোগিতায় খেলতে গেলেও শেষ পর্যন্ত হতাশা নিয়ে ফিরেেত হয়। গত আসরেতো প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে যায়। এবারে আবার প্রথম স্তরে উত্তীর্ন হওয়ার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে চট্টগ্রাম জেলা দল। বরাবরের মত এবারেও বেশ ভাল একটি দল নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছে চট্টগ্রাম। তাই ভাল কিছু করার আশা দলের কোচের।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ দাবা বাছাইয়ে দ্বিতীয় জয় বাংলাদেশের
পরবর্তী নিবন্ধআইসিসির ফেব্রুয়ারি মাস সেরা শুবমান গিল ও অ্যালানা কিং