চট্টগ্রাম জেলা দলের সাঁতারুদের সম্মানে ইফতার মাহফিল

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা দলের সাঁতারুদের সম্মানে ইফতার মাহফিল চেরাগি পাহাড়স্থ বৈঠকখানা হলে অনুষ্ঠিত হয়। সাবেক জাতীয় সাঁতারু মাহবুবুর রহমান সাগরের সার্বিক সহযোগিতায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর স্পোর্টস রিপোর্টার নজরুল ইসলাম, চাটগাঁইয়া নওজোয়ানের সভাপতি জামাল আহমেদ, মাহবুবুর রহমান সাগর, সাঁতার কোচ দীন ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি, রায়হান উদ্দিন রুবেল, প্রসেনজিত দত্ত রাজু, ক্রীড়া সংগঠক মাসুদ সহ চট্টগ্রাম জেলা দলের সাঁতারু, অভিভাবকসহ সাঁতারের কর্মকর্তারা। ইফতার মাহফিলে চট্টগ্রামের সাঁতারুদের সাফল্য কামনায় মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআর্চারি ফেডারেশনে চপলেই ভরসা
পরবর্তী নিবন্ধআমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন