বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত শেখ কামাল অনূর্ধ্ব–১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৮১ রানে লক্ষীপুর জেলা দলকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল ৪৩.২ ওভারে ১৭৮ রান করে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ বলে ৫৫ রান করে হামজা মোঃ তানিম। তার ইনিংসে ৪টি চার এবং ২টি ছক্কার মার ছিল। এছাড়া সাদমান ২৪, জোবায়ের ২০, আসিফ ১৮ এবং আবদল্লাহ করে ১৭ রান। ছয় জন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারেনি। লক্ষীপুর জেলা দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে নাদিম। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে শান্ত এবং নাইম হোসেন।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে পড়ে ৪৪,৫ ওভারে ৯৭ রান করে অল আউট হয় লক্ষীপুর জেলা দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে শাহরিয়ার হোসেন। এছাড়া রায়হান ১৮ এবং লিমন করে ১১ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে ইব্রাহিম, এয়াছিন, আসিফ এবং সাদমান। গতকাল এই কিশোরদের উৎসাহ যোগাতে কুমিল্লা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক জি এম হাসান। এছাড়া দলের ম্যানেজার শাহ পরান নিশান, কোচ মাহবুবুল করিম মিঠু, সহকারী কোচ কাজল দেব নাথ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা দলের পরের ম্যাচ ১৪ নভেম্বর খাগড়াছড়ি জেলা দলের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম জেরা দল মুখোমুখি হবে বান্দরবান জেলা দলের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।