চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার হলেন সরওয়ার মনি

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা ফুটবল দলের ম্যানেজার মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী (মনি)। তিনি সিজেকেএস কাউন্সিলর, সিজেকেএস ক্লাব সমিতির নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দল সমূহের অংশগ্রহণে আগামী ২২ আগস্ট হতে ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল হতে ২ টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮ টি রাউন্ড অব ১৬ এ খেলা, কোয়ার্টার ফাইনাল ৪টি, সেমি ফাইনাল ২ টি খেলা এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫২৬ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৫২৬ এ নিবন্ধিত বা নিবন্ধনেচ্ছুক খেলোয়াড়গণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধআফতাব আহমেদ ও বেসিক একাডেমির জয়