চট্টগ্রাম জেলা দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

| সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলার চুড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা দল হোম পর্বের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে নোয়াখালী জেলা দলের। ১৭ সেপ্টেম্বরে এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে। চট্টগ্রাম জেলা ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে খেলোয়াড়রা হলেন মো. সাদ্দাম হোসেন, মো. সালা উদ্দিন, মো. আকতারুজ্জামান, মো. আলা উদ্দিন, মো. শাহাদাত হোসেন রনি, মো. নাজিম উদ্দীন মিঠু, সাজ্জাতুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক বাবু, মো. রাকিব হোসেন, মিজানুর রহমান, মো. তানভীর হোসেন, সাইফুর রহমান আসিফ, মো. শাহীন আলম, দিদারুল ইসলাম, মো. ওমর ফারুক ফাহিম, মোহাম্মদ রোমান, মো. সাকিব চৌধুরী, মো. সুমন, মো. আবদুল্লাহ নোমান দিপু, মো. জাহেদুল আলম, সাদমান সাকিব রিয়াদ, মো. জুনায়েদ হোসেন ও নেছারুল ইসলাম হিরু।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দল রানার আপ
পরবর্তী নিবন্ধজাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চট্টগ্রাম পর্বের খেলা ১০ সেপ্টেম্বর শুরু