বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা দলের অনুশীলন গতকাল ২০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মো. জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু। উল্লেখ্য অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে কর্ণফুলী জোনের খেলা আগামী ২৭ জানুয়ারি হতে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কর্ণফুলী জোনের এ গ্রুপে চট্টগ্রাম জেলা, বান্দরবান জেলা, রাঙামাটি জেলা ও খাগড়াছড়ি জেলা প্রতিদ্বন্দ্বিতা করবে।











