চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে শামসুল করিম লিটনকে (বোয়ালখালী) সভাপতি ও মো. আকবর আলী (সদর) সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী শক্তিশালী চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। গত ২৫ অক্টোবর চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভায় চট্টগ্রামের প্রত্যেক উপজেলা ও সদর নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন–সভাপতি শামসুল করিম লিটন, সিনিয়র সহ–সভাপতি এম জাহাঙ্গীর আলম, সহ–সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আকবর আলী, সিনিয়র সহ–সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ–সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, সহ–সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয় প্রমুখ নেতৃবৃন্দ। নবনির্বাচিত কর্মকর্তারা দলিল লেখকদের অধিকার আদায়ের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












